"শাহবাগী" কথাটি কেন সমস্যাজনক
১.
কারণ, এই টার্ম ("শাহবাগী") মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া বাংলাদেশ রাষ্ট্রের যে ধারণা, তার বিরুদ্ধে জনমত তৈরি করে।
২.
বাংলাদেশ রাষ্ট্র নির্মাণ সহজ কাজ ছিল না। মোট তিনটি শক্তির বিরুদ্ধে গিয়া ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়া বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়।
মুক্তিযুদ্ধ বিরোধী এই তিনটি শক্তি হইল:
• পাকিস্তান ও তার সামরিক শক্তি
• পূর্ব পাকিস্তানের রাজাকার ও অন্যান্য শক্তি
• ১৯৭১-কে যারা ভারত-পাকিস্তান যুদ্ধ মনে করত সেই ভারতীয় শক্তি
এই তিন শক্তি এখনও যে খুব বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে তা মনে করার কারণ নাই।
৩.
গণজাগরণ মঞ্চের মাধ্যমে যোদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নিয়া ওইখানে যারা গেছিলেন ২০১৩ সালে, আমি তাদের বিরুদ্ধে ছিলাম শুরু থিকাই।
তাদের ফাঁসির দাবিটি ছিল ফ্যাসিবাদী জন-আকাঙ্ক্ষা। সেখানে যেমন ফ্যাসিবাদী প্রগতিশীলরা গেছেন, তেমনি ফ্যাসিবাদী ধর্মপ্রাণ বাংলাদেশীরাও গেছেন।
কিন্তু এখন যখন "শাহবাগী" কথাটি উচ্চারিত হয় তা মূলত সেখানে অংশগ্রহণকারী ধর্মপ্রাণদের বাদ দিয়াই উচ্চারণ করা হয়।
এইটা হিপোক্রিসি ও সুযোগ গ্রহণ।
"শাহবাগী" টার্ম দিয়া মুক্তিযুদ্ধরে গণজাগরণ মঞ্চের লগে এক কইরা দেখানোর মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্ররে হীন করার যে পলিটিক্স, তার যথাযথ পর্যালোচনা দরকার।
১২/৭/২০২৪


