এক্সপোজ কালচার ও ফ্যাসিবাদ
আইন অপরাধীর সম্মানহানির বিরুদ্ধে। তাই এক্সপোজের মাধ্যমে আপনারা যখন কারো সম্মানহানি করেন, ওইটা আপনাদের বেআইনি ও প্রাইভেসি বিরোধী কাজ।
আপনি অপরাধীরে আইনের হাতে যেহেতু সোপর্দ করতে পারতেছেন না (বা চাইতেছেন না) তাই সমাজের চোখে হেয় করতেছেন। এইটা বর্ণবাদ বা নিচু শ্রেণী নামক ধারণার সমষ্টিগত প্রয়োগ, তাই ফ্যাসিবাদী কাজ।
এই কাজ সমাজরে পশ্চাৎপদ যন্ত্রগুলির (যেমন সালিশী, যেমন গণপিটুনি, যেমন একঘরে করা, যেমন সমষ্টিগত ঘৃণার চাষ) শরণাপন্ন করে।
এই রকম করাটা সমাজ বিরোধিতা। আইনের উচিৎ এই জিনিসটায় মনোনিবেশ করা। কিন্তু আইন ও শাসন যখন ক্ষমতার ভাড়া খাটে তখন জনতার উত্তেজিত অংশও সেই একই ফ্যাসিবাদী ক্ষমতারই বেগার খাটতে থাকে।
এইটা একটা প্রকট সমস্যা। ফ্যাসিবাদ বিরোধিতা করতে গিয়া ফ্যাসিবাদীদের সার্ভ করার সমস্যা।
১২/৭/২০২৪


