যাদের সঙ্গে
আমি যাদের সঙ্গে বইসা আছি আজকে
কালকেও তারা আমার সঙ্গে বসতে চাইলে হবে!
আমার বসা আমি বসব নিজের মনের ইচ্ছাতে
যেমন যদি কুমীর ছানা বসল আমার সঙ্গেতে
আমার তারে ভাল লাগতে হইবে তো
কুমীর ভাল সে আমি তো জানিই
অথচ যখন অন্যদেরকে ভাল্লাগে
তখন তাদের আমারে আর ভাল্লাগে না, সে আমি
জানতে এবং মানতে রাজি আছিই তো!
যারা আজকে বন্ধু তারা চিরদিন
বন্ধু হয়ে থাকবে না তা দেখতে আমি খুব রাজি
কিন্তু যাদের আজকে ভাল লাগে না
কালকেও তো তাদের ভাল লাগবে না
এমন ভাল না লাগার মধ্যে আমি থাকতে চাই
কিন্তু যাদের আজকে আমাকে খুব ভাল লাগে
কালকে তারা কই যাবে?
১৯/৭/২০২৩

