1 Comment

এই অবজারভেশনটা নিয়ে একটা প্রশ্ন ছিলো, ধরেন যিনি ১৯৭১ এর আগে প্রকাশিত হয়েছে, তাদের পরবর্তী বইগুলো একাত্তর পরবর্তী হলেও তারা স্বর্ণযুগের লোকই, বরং একাত্তর পরবর্তী আত্মপ্রকাশ করা লেখক দের উপরই কি উনার বক্তব্য ফোকাস করে? আমিও আপনার বক্তব্যের সাথে একমত, অন্ধকার যুগে যাই আসুক তা স্বর্ণযুগের মানুষ লিখলেও অন্ধকারই, কারণ তাদের হাত দিয়ে এই অন্ধকার তো দূর হয় নাই, বরং এটা বলা যেতে পারে তারাই অন্ধকার যুগের সূচনার মূল কারণ। সেই ক্ষেত্রে খোদ বদরুদ্দীন উমর সাহেবও এই দায় এড়াতে পারেন না, উনাকে বরং অন্ধকার যুগে জনক হিসেবে ধরা যেতে পারে, উনার এই বক্তব্যের উপর ভিত্তি করে। তো যাই হোক যেহেতু, আপনি এইকাজে নেমেছেন, তাই জানতে আগ্রহী, সত্তর দশকের শেষের দিক থেকে যারা যারা আত্মপ্রকাশ করেছে, তাদের একটা তালিকা কি এই অর্থে করা যায়? যেমন ধরেন শহিদুল জহির, আখতারুজ্জামান ইলিয়াস প্রমুখ স্বাধীনতা পরবর্তী যারা আছেন, তাদের তালিকা। তারপরে তথাকথিত স্বর্ণযুগ আর অন্ধকার যুগের তুলনামূলক আলাপও করা যেতে পারে।

Expand full comment