1 Comment

সিনেমা আমদানীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। সরকার আগ্রহী ছিল ভারতীয় সিনেমা আমদানীর জন্য। সেই সময় আমরা প্রতিবাদ করছিলাম নানা উপায়ে (https://bit.ly/3moLkhZ)। সিনেমা আমদানীর মাধ্যমে সিনেমা ইন্ডাস্ট্রিকে শক্তিশালী হওয়ার কথা তখন বহু লোকে বলছিল। আমদানীর দশ বছর পরে কি দেখা গেলো? সিনেমা যা শক্তিশালী হইছে নিজের কারণেই, আমদানী কোন ভূমিকা রাখে নাই। এই অঞ্চলের ওটিটি, এই দেশের বই - এগুলাকে বিকাশের সুযোগ দিলেই শক্তিশালী হবে, ঐদেশ থেকে নিয়া আসলে আমাদের বাজারে ওদের ভাগটাই বড় হবে কেবল, ওদের বাজারে আমাদের ভাগ কিছু বাড়বে না। এইক্ষেত্রে যৌথপ্রযোজনার সিনেমাগুলাই উদাহরণ হিসেবে দেখা যাইতে পারে।

আপনাকে ধন্যবাদ। কাউকে তো বলতেই হবে।

Expand full comment