যারা গালি দিতেছে একটা সময় তারা গালিটা আর দিবে না
১৪ মে ২০২১
গালি খাওয়া মানে হইতেছে কম্যুনিকেট করতে পারা। অনেক বেশি লোকে অনেক বেশি গালি দিতেছে মানে অনেক বেশি কম্যুনিকেট করতেছেন। না বুঝলে কেউ গালি দেয় না।
বোঝে এবং নিতে পারে না তাই গালি দেয়। গালি হইল বদহজমের প্রকাশ।
এবং যারা গালি দিতেছে তারা মূলত তাদের অবস্থানরে সিকিউর করতে চাইতেছে। তাদের আশঙ্কা হইছে যে হয়তো রক্ষা হবে না, অতএব গালি দে। "সব সাথীরে খবর দে, কমেন্টে আইসা গালি দে!"
চউখ বুইনজা কাউয়া যেমন ধরারে অধরা করে, এও সেই রকম।
গালি দিতে পারলে সীমানা রক্ষা হইল। সব সুখে শান্তিতে থাকবে।
আসলেই কি সেই রকম থাকবে?
যারা গালি দিতেছে একটা সময় তারা গালিটা আর দিবে না। কী বিষয়ে, কী কারণে গালি দিছিল তা ভাববে।
আমার দরকার ওইটুকু মুহূর্ত। বিষয়গুলি নিয়া আমি তো ভাবছিই। এখন ছাগলগুলি ভাবুক।
হয় পক্ষ ত্যাগ করবে, নাইলে আকড়াইয়া থাকবে। কিন্তু জানবে তাদের কোন কোন অবস্থান ও কালচারে আমার সমালোচনা আর নিন্দা বহাল থাকতেছে। তাদের আর শান্তিমতো শোনা হবে না "তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ"। এতে যে অস্বস্তি হবে তাদের আমার ওইটুকুই বিপ্লব।
এই চান্সে আমিও একটা গালি দিয়া লইলাম।
কেন দিলাম, বলেন তো।

