সাহিত্যে শিল্পে কল্পনায় সব গালি চলবে
৩১ মার্চ ২০২২
গালি আপনি কখনো-সখনো দিয়া ফেলতেই পারেন, তাতে আপনি গালিবাজ হইয়া যান না। কিন্তু গালিবাজ যিনি, তিনি সদাই গালি দেন, গালিই তার ভাব প্রকাশের প্রধান মাধ্যম।
গালির মাধ্যমে তিনি তার ব্যাপারে অন্যের যেকোনো প্রতিক্রিয়া প্রকাশকে গোড়াতেই রুদ্ধ করেন।
এ থিকা বোঝা যায়, দুর্বলের সব ধরনের নিরাপত্তা প্রণালীই যে পজেটিভ, তা নয়।
আবার অন্যের মানহানি না করার নিমিত্তে গালি না দেওয়া আর সাহিত্য-শিল্পকে গালিমুক্ত রাখা এক ব্যাপার নয়।
সাহিত্যে শিল্পে কল্পনায় সব গালি চলবে। সব অপমান, মানহানি চলবে। সাহিত্য এনজিও নয়।

